কাশ্মীর

এক টুকরো স্বর্গ

কাশ্মীর মানে শুধু ছুটে ছুটে পাহাড়, বরফ, নদী দেখাই আমার উদ্দেশ্য নয়। কাশ্মীর মানে আমার কাছে ভারতবর্ষের মুকুট। জ্ঞ্যানের স্বর্গরাজ্য। কাশ্মীর মানে আমার কাছে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান। কাশ্মীর আমার কাছে পন্ডিতদের আদি ও অনন্ত ভূমি।

 

কাশ্মীরের প্রকৃতি নিয়ে কত কবি কবিতা লিখেছেন। কত গল্পকার লিখেছেন শত শত পৃষ্ঠার রচনা। সাজিয়ে তুলেছেন মনের মাধুরী মিশিয়ে। ভ্রমণপিপাসু পর্যটকদের লেখাগুলো পড়ে পড়ে কাশ্মীরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা হৃদয়ে বারবার উঁকি দিত, উদ্বেলিত হতো প্রাণ ।

 পাহাড়, ঝরনা, নদী, ফুলের বাগান, ফলের বাগান, পাখির কলকাকলি এবং আরও কিছু নৈসর্গিক চিত্র। কাশ্মীর তার মনোরম আবহাওয়া, মনোরম প্রাকৃতিক দৃশ্য, সবুজ তৃণভূমি, অত্যাশ্চর্য, আদিম এবং স্ফটিক স্বচ্ছ জলের হ্রদ, বহুবর্ষজীবী নদী, ঘন চিরহরিৎ আলপাইন বনে সমৃদ্ধ নির্মল উচ্চভূমি, উঁচু উঁচু উঁচু পাহাড়ের মধ্য দিয়ে কেটে যাওয়া গিরিখাত, তুষার আচ্ছাদিত পর্বত

। স্রোতস্বিনী নদী, চকচকে জলপ্রপাত, মনোরম পরিবেশ এবং সবুজ বনের সাথে, কাশ্মীরের অনেক সমস্যা থাকা সত্ত্বেও এটি সর্বদা পর্যটকদের আকর্ষণ করে।


Hoimonti Shukla

137 Blog mga post

Mga komento

📲 Download our app for a better experience!