শহীদের শূন্য সিট

স্বাধীনতার দাম

আজকে বি এ এফ শাহীন কলেজ, ঢাকাতে, পরীক্ষা নেওয়া হচ্ছিল। পরীক্ষার হলে সবাই উপস্থিত ছিল,, সবাই ।। ছিল নাকি কেবল একজন। কেন জানেন? না, না, কোন অসুস্থতা বা অন্য কোনো কারণে অনুপস্থিত থেকেছে বিষয়টা এমন না। কি আর বলবো।!

 

সে যেখানে আছে সেখান থেকে কেউ আসতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ এর একজন শহীদ সে। দেশের জন্য, এই সিস্টেমকে পরিবর্তন করার জন্য,,স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে সে শহীদ হয়েছে। কিছুদিন আগেও ওদের সহপাঠীদের সাথে একসাথে বসে এক্সাম দিয়েছিল সে, আজ কবরে শুয়ে আছে। এই মৃত্যুর দায় কার? এর বিচার কে করবে? 

 

আজকে যখন পরীক্ষা হচ্ছিল তার সিটের উপরে তার নাম লেখা ছিল। সাথে কিছু ফুল ছিল তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। কি হৃদয়বিদারক দৃশ্য! ছেলেটার আর কলেজ পাশ করা হলো না। 

 

এক্সাম সেন্টার এর এই অবস্থা দেখে সেই গানের লাইনের কথা মনে পড়ে গেল - "কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা.... " কবি হয়তো আজকের জন্যই এই কথাগুলো লিখেছিলেন। ওপার থেকে সে হয়তো দেখতেছে তার স্বাধীন দেশে তার বন্ধুরা স্বাধীনভাবে এক্সাম দিচ্ছে।নিশ্চয়ই সে অনেক খুশি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।


Adeel Hossain

242 Blogg inlägg

Kommentarer