ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ফারজানা সিথি,

সেনা কর্মকর্তার সাথে উত্তপ্ত বাকবিতণ্ডার পর ক্ষমা প্রার্থনা ফারজানা সিথির

কোটা সংস্কার আন্দোলনের সময়ে ভাওরাল হওয়া ফারজানা সিথি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তার সাম্প্রতিক এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন করে বিতর্কের ঝড় ওঠে। 

 

এই তরুণী শুরু থেকেই কোটা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে রাজপথে সরব ছিলেন। তবে, সরকার পরিবর্তনের পর থেকে তাকে নিষ্ক্রিয় দেখা যায়। সম্প্রতি, সেনাবাহিনীর এক অফিসার ক্যাপ্টেন আশিকের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে নানা সমালোচনা শুরু হয়। সোশ্যাল মিডিয়া তার  মিমস এ  ভর্তি হয়ে যায়। 

 

বিভিন্ন মানুষ ফারজানার ব্যবহারের সমালোচনা করে মন্তব্য করেন, আবার অনেকে সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীর প্রশংসা করেন। 

 

ফারজানা সিথি অবশেষে সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তার মাধ্যমে তার আচরণের জন্য ক্ষমা চান। তিনি বলেন, "আমার গতকালের ব্যবহার নিয়ে আমি খুবই দুঃখিত। এ রকম ব্যবহার আমার কোনভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে অত্যন্ত দুঃখিত। তবে আমি সিচুয়েশন, টাইমিং, এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে সচেতন ছিলাম না।" তিনি আরো বলেন সেনাবাহিনী সেই ক্যাপ্টেন আশিককে পেলে তিনি ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চাইবেন। তিনি তার এহান কর্মকাণ্ডে লজ্জিত ও অনুতপ্ত।

তবে সমালোচনার ঝড় এখনো কাটেনি। এমনকি তার ব্যক্তিগত জীবন পোশাক আশাক এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। এর রেশ বহুদিন থাকবে। 


Adeel Hossain

242 Blog Beiträge

Kommentare

📲 Download our app for a better experience!