অভিশপ্ত ভূতুড়ে সেই ঘড়

শুধু বাড়ি কিংবা কবরস্থান যে ভূতুড়ে হয়, তা নয়। দুর্গও হতে পারে ভূতুড়ে। ভারতে রয়েছে তেমন এক দুর্গ। আর এ দুর্গের ভ?

 ব্যক্তি সূর্যোদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে এখানে অবস্থান করবে তার মৃত্যু হবে। আর এ অভিশাপে বহু মানুষেরই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে, যার কোনো সঠিক পরিসংখ্যান নেই।জানা যায়, সম্প্রতি আর্কিওলোজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া স্থানটিকে ‘হন্টেড’ বা ভুতুড়ে ঘোষণা করেছে। দুর্গটির রহস্যময় এ বিষয়গুলো বহু মানুষেরই আতংকের কারণ হয়ে উঠেছে। ফলে পারতপক্ষে মানুষ এ দুর্গে যায় না বা গেলেও বেশিক্ষণ অবস্থান করে না।সেপ্টেম্বরের বিশ্রী এক সন্ধা। ঝিরঝির বৃষ্টি ঝরছে থামার কোন নাম নেই। একা বাসায় বসে থাকতে ভাল লাগছিল না। তাই বেরিয়ে পড়লাম। হাটতে হাটতে চলে এলাম হারবার রোডে কিছুটা এগোবার পরই চোখে পড়লো লারমা এনটিকস। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম আধো আলো আধো অন্ধকারে গাদা করা বাকস মূর্তি চোখে পড়লো। শুভ সন্ধ্যা সিনর কিছু কিনবেন ছবি আংটি ফুলদানী? আমি বেটে মোটা লোকটার দিকে তাকিয়ে মাথা নেড়ে বললাম না কিছু কিনতে আসিনি একটু ঘুরে দেখব। লোকটার মুখে কোন অভিব্যক্তি ফুটল না এমন জবাব শুনতে সে অবভসত। সে একটি শেলফের দিকে এগিয়ে গিয়ে একটি সুদৃশ্য পানপাত্র বের করে দেখিয়ে বলল এটা ষোড়শ শতাব্দীর মাল সিনর কেনার মত জিনিস বটে। বললাম কোন এনটিকস নয় বই থাকলে দেখাও। বলল যে আমার কাছে বইপত্র আছে এমন কিছু বইপত্র যা আর অন্য কারো কাছে পাবেন না। লারলা আমাকে তার দোকান ঘরের পিছন দিকে নিয়ে যেতেই একটা বই বোঝাই শেলফ আমার নজর কেড়ে নিল। প্রথম বইটি শেলফ থেকে নিয়ে নজর বেলাতেই বুঝলাম এটা একটা পিশাচ কাহিনী। যদি ঘুণাক্ষরে টের পেতাম বইটা আমার জন্য অচিরেই নিয়ে আসছে দুঃস্বপ্নের চেয়েও ভয়ংকর অভিজ্ঞতা ঈশ্বরের নামে শপথ করে বলছি সঙ্গে সঙ্গে ওটাকে বর্জন করতাম আমি।


MD SOHAG KHAN

107 Blog posting

Komentar

📲 Download our app for a better experience!