ডাক্তার ও রোগী

দীর্ঘদিন চিকিৎসা ও অপারেশনের পর-
রোগী : আমি আপনার প্রেমে পড়ে গেছি! আপনি আমার হৃদয় চুরি করে নিয়েছেন।
চিকিৎ

আপনার প্রেমে পড়ে গেছি!

 

দীর্ঘদিন চিকিৎসা ও অপারেশনের পর-

রোগী : আমি আপনার প্রেমে পড়ে গেছি! আপনি আমার হৃদয় চুরি করে নিয়েছেন।

চিকিৎসক : আ আ আমি, আমি আপনার হৃদয় চুরি করিনি। মাত্র একটা কিডনি চুরি করেছি!

 

>কান দেখাতে এসেছেন কেন?

 

রোগী : ডাক্তার, আমি কানে কম শুনি।

ডাক্তার : আচ্ছা বসুন চেয়ারে। এবার আমার সঙ্গে বলুন, আমি যা বলছি।

রোগী : আচ্ছা ডাক্তার।

ডাক্তার : বলুন ছয়।

রোগী : নয়।

ডাক্তার : আপনি তো মশাই কানে বেশি শোনেন। কান দেখাতে এসেছেন কেন?

 

>মলম কোথায় লাগিয়েছেন?

 

রোগী : ডাক্তার সাব, ব্যথার মলম লাগিয়েছি। কোনো কাজই হচ্ছে না। ব্যথা কয়েকদিনে অনেক বেড়ে গেছে।

ডাক্তার : মলম কোথায় লাগিয়েছেন?

রোগী : কেন, যেখানে লাগাতে বলেছিলেন।

ডাক্তার : কোথায়?

রোগী : বলেছিলেন ব্যথা পাওয়ার জায়গায় লাগাতে। তাই আমি খাটের কোণায় লাগিয়েছি।

 

>পেট খালি করাতে হবে

 

একটি নিমন্ত্রণে গিয়ে ইচ্ছেমতো খেয়ে বাড়ি ফিরে খগেন অসুস্থ হয়ে পড়লেন। খগেনের স্ত্রী ওই অবস্থা দেখে ছুটে গিয়ে ডাক্তার নিয়ে এলেন।

ডাক্তার সব দেখে-শুনে বললেন- 

ডাক্তার : এখনই বমি করাতে হবে, পেট খালি করাতে হবে।

খগেন : ডাক্তারবাবু আপনার পায়ে পড়ি, বমি করাবেন না। উপরে মাছ, মাংস, তিন রকমের মিষ্টি, দই, আইসক্রিম আছে। যা বার করার নিচ দিয়ে করুন। নিচে শাকভাজা, ডাল, বেগুনি, চিপস, কুমড়োর ঘ্যাঁট, বাঁধা কপির তরকারি আছে, অসুবিধে নেই।

 

>বুকের ভেতর টিকটিক শব্দ

 

অপারেশনের রোগীকে কয়েকদিন পরে দেখে-

চিকিৎসক : আরে আপনি! কী খবর? এখন কেমন আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো?

রোগী : না, কোনো সমস্যা হচ্ছে না। তবে হয়েছি কী, এখন দম নেওয়ার সময় আর ছাড়ার সময় বুকের ভেতরটায় টিকটিক শব্দ হয়।

চিকিৎসক : তাই তো বলি, আমার এতো দামি ব্রান্ডের হাতঘড়িটা কই গেল?

 

>নখ বড় করার ওষুধ

 

রোগী : ডাক্তার সাহেব, আমি খুব চুলকানির সমস্যায় ভুগছি। দয়াকরে আমাকে একটা ওষুধ দিন।

চিকিৎসক : দোকান থেকে এই ওষুধটা কিনে নিন।

রোগী : এতে কি চুলকানি সেরে যাবে?

চিকিৎসক : আমি আপনার নখ বড় করার ওষুধ দিয়েছি। যাতে আপনি ভালোভাবে চুলকাতে পারেন।

 

>কে আমারে মুর্খ বলে

 

রোগি : ডাক্তার সাহেব এই চশমা পড়লে কি আমি A B C D পড়তে পারবো?

ডাক্তার: হ্যা অবশ্যই পারবেন

রোগি : দেন তাইলে চশমা …… দেখি এই বার কে আমারে মুর্খ বলে!

 

>চশমা পাল্টাতে হবে

 

রোগী গেলেন চোখের চিকিৎসকের চেম্বারে...

চিকিৎসক : আপনার চশমার পাওয়ারটা বদলাতে হবে।

রোগী : আরে, আপনি আমার চোখ না দেখেই কিভাবে বুঝলেন?

চিকিৎসক : আপনি দরজার বদলে জানালা দিয়ে ঢুকেছেন।

 

>পাঁচবার উইল পাল্টেছি

 

কানের সমস্যা নিয়ে এক বৃদ্ধ গেলেন ডাক্তারের কাছে।


Bablu islam

204 وبلاگ نوشته ها

نظرات