বন্ধুত্ব

বন্ধু মানে বিপদের সাথী

বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা ভাই এর থেকে কম না। এক জন ভালো বন্ধু বিপদ এ অনেক সাহায্য করে।সব সময় পাশে থাকে।ভাই এর মতোই হলো বন্ধু। এক জন ভালো বন্ধু জীবনে থাকলে জীবনে অনেক সফলতা আসে।

বন্ধু মানে চা'য়ের আড্ডা। বন্ধু মানে ভালোবাসা। বন্ধু মানে এই না যে শুধু ভালো সময় এ পাশে থাকবে।বন্ধু মানে ভালো খারাপ,আপদ বিপদ সময় সময় পাশে থাকবে।

বন্ধু মানে আয়নার মতো হবে।আমি হাসলে সে হাসবে,আমি কান্না করলে সে আমার দুঃখে বাধিত হবে। বন্ধু হলো সেই জায়গা যেখানে মন খুলে সব বলা যায়।বন্ধু মানে যার কাছে আমার গুরুত্ব থাকবে।এই রকম বন্ধু যার আছে। সে আসলেই ভাগ্যবান। ভালো থাকুক পৃথিবীর সকল ভালো বন্ধু ??


Badhon Rahman

177 Blog postovi

Komentari
Adeel Hossain 50 u

সেরা

 
 

📲 Download our app for a better experience!