শৈসব

শৈশব জীবন টা অনেক সৃতির

শৈশব জীবন। শৈশব জীবনের স্মৃতি মানুষের আত্মায় আজীবন বেঁচে থাকে। যৌবনে হোক সে পুলিশ, ডাক্তার, ব্যারিস্টার  বা রাষ্ট্রপতি। শৈশবের স্মৃতির কাছে খোকা। বর্তমানে পোলাও কোর্মা খাওয়া থেকে  শৈশবের কলার পাতায় পান্তা খাওয়া অনেক সুখের ও মধুর্য। একজন মানুষ যত প্রতিষ্ঠিতই হোক শৈশবের কথা তার মনে পড়েছে। শৈশবের স্মৃতি নেই এমন  মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শৈশবের কথা মনে হলেই চোখে ভেসে উঠে কতই না মধুর স্মৃতি। লুকোচুরি খেলা, চোর পুলিশ খেলা, গোল্লাছুট আরো কতই না খেলা খেলতাম। এগুলো এখন সবাই স্মৃতির পাতায় মাত্র। সময়ের সাথে সাথে বা মানুষের চিন্তা ভাবনার সাথে সাথে আমরা হারিয়ে ফেলেছি জীবনের কিছু মধুর স্মৃতি। ৯০ দশকের ছেলে মেয়ের শৈশব ছিল সোনালী শৈশব। শৈশব স্মৃতিতেই রয়ে যাবে। 


Sazid Sheikh

6 블로그 게시물

코멘트

📲 Download our app for a better experience!