আপনার চাকরির কনফার্ম

একদিন তিনজন আগুনের মত
সুন্দরী মেয়ে অফিসে চাকরির জন্য
পরীক্ষা দিতে গেল।
অদ্ভুতভাবে তারা তিনজন একই নাম্ব?

একদিন তিনজন আগুনের মত

সুন্দরী মেয়ে অফিসে চাকরির জন্য

পরীক্ষা দিতে গেল।

অদ্ভুতভাবে তারা তিনজন একই নাম্বার

পেল পরীক্ষাতে। তো অফিস

কর্মকর্তারা পরল মহাফাপরে।

চাকরি পাবে যে মাত্র একজন!

তারা ঠিক করল একজন একজন

করে ইন্টারভিউ নেয়া হবে তাদের।

ইন্টারভিউতে একই প্রশ্ন

করা হবে তাদের।

প্রথমে ডাক পরল প্রথম মেয়েটির।

তাকে জিজ্ঞেস করা হল, ‘বুকের ও

দুটো কি?

জিজ্ঞেস করার সাথে সাথে বাঘের

মতো গর্জন ছাড়ল মেয়েটি। অফিস

কর্মকর্তা ও তাদের চোদ্দ

গুষ্টিকে দেখে নেবার কথা বলে দ্রুত রুম

থেকে বেরিয়ে গেল সে।

দ্বিতীয় মেয়েকে একই প্রস্ন করা হল।

দ্বিতীয় মেয়েটির মুখ লজ্জাতে লাল

হয়ে গেল। কোন কথা না বলে রুম ত্যাগ

করল সেও।

তৃতীয় মেয়েকেও একই প্রশ্ন করা হল। তৃতীয়

মেয়েটি মুচকি হেসে জবাব দিল, ‘স্যার

বুকের ‘O’ দুটো Vowel…

 

আপনার চাকুরি কন্ফার্ম।


Jwel Jwel

181 ブログ 投稿

コメント

📲 Download our app for a better experience!