তিনজন নৌকায় নদী পার

জন নৌকায় করে নদী পার হচ্ছিল-
১ম জন : ভাই আপনার নাম কী?
২য় জন : হরিপদ পাল। আপনার নাম কী?
১ম জন : নিতাই হালদার।
৩য় ?

জন নৌকায় করে নদী পার হচ্ছিল-

১ম জন : ভাই আপনার নাম কী?

২য় জন : হরিপদ পাল। আপনার নাম কী?

১ম জন : নিতাই হালদার।

৩য় জনকে লক্ষ্য করে-

১ম জন : ভাই আপনার নাম কী?

৩য় জন : আমার নাম গোপাল চন্দ্র গুণ।

মাঝিকে লক্ষ্য করে-

৩য় জন : এই তোমার নাম কী?

মাঝি : আমার নাম রহিম উদ্দিন বৈঠা।

২য় জন : তোমার নামের এই পদবি তো আগে শুনিনি।

মাঝি : ছিলো না, তবে অহন হইছে। কারণ আপনারা একজন পাল ধরছেন, একজন হাল ধরছেন, আর একজন গুণ টানছেন, অহন বৈঠা না হইলে নৌকা চলবো কেমন করে!

 

 


Jwel Jwel

181 ブログ 投稿

コメント

📲 Download our app for a better experience!