আপনার কন্যাকে ও চাইনা

এক বিরাট ধনী তার বাগান বাড়ির পেছনের পুকুরে কুমির পুষতেন। একদিন তিনি তার বাড়িতে বিশাল এক পার্টি দিলেন। নানা জা?

এক বিরাট ধনী তার বাগান বাড়ির পেছনের পুকুরে কুমির পুষতেন। একদিন তিনি তার বাড়িতে বিশাল এক পার্টি দিলেন। নানা জায়গা থেকে বহু লোক এলো সেই পার্টিতে। প্রচুর মদ পান আর খাওয়া দাওয়ার পরে ধনী লোকটি ঘোষণা করলেন, ‘যে সাহস করে কুমির ভর্তি পুকুরটি সাঁতরে পার হতে পারবে। তাকে এক কোটি টাকা দেওয়া হবে অথবা তার কাছে সুন্দরী কন্যাকে সমর্পণ করবেন।’

 

কথাটি শেষ না হতেই ঝপাং করে একটি শব্দ হলো। দেখা গেল একজন প্রাণপণে সাঁতরাচ্ছে আর তার পিছনে তিনটা কুমির তাড়া করছে। সবাই পাড় থেকে লোকটাকে অজস্র উৎসাহ জুগিয়ে চলল। লোকটা কোনো মতে হাঁপাতে হাঁপাতে অক্ষত অবস্থায় অন্য পাড়ে উঠলো।

 

ধনী এগিয়ে এসে লোকটির হাত ধরে বললেন, ‘আমি বিশ্বাস করতে পারিনি যে, এত সাহস দেখানোর মত ক্ষমতা কারো থাকতে পারে। ইয়াং ম্যান তুমি কি চাও? আমার কন্যা, না এক কোটি টাকা?’ লোকটি তখনো হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলল, ‘আমি আপনার কন্যাকেও চাই না, আপনার এক কোটি টাকাও পেতে চাই না। আমি শুধু সেই ব্যাটাকে একবার হাতের কাছে পেতে চাই- যে ব্যাটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল।


Jwel Jwel

181 Blog indlæg

Kommentarer