র্টি-শার্ট ডিজাইন

এটি একটি ছেলেদের র্টি শার্ট যা আমি আমার নিজের দক্ষতায় তৈরি করেছি। এটি নতুন একটি ডিজাইন।।। এটি আমার অনেক পরিশ্?

এটি একটি র্টি সার্ট। যা আমি আমার নিজের দক্ষতায় বানিয়েছি। কোথাও থেকে কপি করা হয় নি এটা। অনেক সময় ব্যায় করে বা অনেক সময় ধরে এটি তৈরি করেছি আমি। এখানে একটি বিশেষ app ব্যাবহার করা হয়েছে। যেখানে আমি আমি অনেক ধরনের টুলস ব্যাবহার করেছি।  

 

যেমন, সিলেকশন টুলস, ডিরেক সিলেকসন টুলস, পেন টুলস, গ্রেডিয়েন টুলস, কলার, ভিকটোর মেক কিলিপিং মাক্স ইত্যাদি আরো অনেক টুলস ব্যাবহার করে এটি তৈরি করেছি।

এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আশা করি ভালো লাগবে। কোনো ভুল থাকলে সেটি ধরিয়ে দিবেন 

কোনো কিছুই সহজে পাওয়া জায় না,  তেমনি এই ডিজাইনটাও আমার অনেক পরিশ্রমের ফল। 


rx Pushpa

78 Blogg inlägg

Kommentarer

📲 Download our app for a better experience!