খাটের মানডালা ডিজাইন

এটি খাটের জন্য পারফেক্ট মানডালা ডিজাইন। এটি আমার নিজের দক্ষতায় তৈরি করেছি। এটি নতুন একটি ডিজাইন।

এটি খাটের জন্য পারফেক্ট মানডালা ডিজাইন। যেদি কোনো খাটে ডিজাইন করলে অনেক সুন্দর লাগনে। এটির নাম হলো মানডালা। যেটি তৈরি করা হয়েছে অনেক গুলো ফুল বা গাছের ডাল, পাতা একএে করে। সব গুলো সুন্দর ভাবে একসাথে মিলিয়ে বানানো হয়ছে।

এটি কোথাও থেকে কপি করি নি, । এটি আমি আমার দৈর্ঘ দিনের পরিশ্রম ও দক্ষতা দিয়ে তৈরি করেছি। আমি একটি প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছি। যারা অনেক ভালোভাবে আমাকে শিখিয়েছে। যার ফলে আমি এখন এগুলো অনেক ভালোভাবে তৈরি করতে পারি।

এই মানডালা টি তৈরি করতে প্রায় অনেক সময় লেগেছে আমার। এটি কোথাও থেকে কপি করা না। এটি আমি নিজে তৈরি করেছি। এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে কোথায় ভুল আছে এটি আমাকে ধরিয়ে দিবেন। আমি আরো ভালো ভাবে তৈরি করার চেষ্টা করবো।

আপনাদের এই ধরনের মানডালা প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন৷ আমি বানিয়ে দিবো। অনেক সুন্দর ভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো।


rx Pushpa

78 blog messaggi

Commenti

📲 Download our app for a better experience!