জীবন ,ভাগ্য ও সাফল্য

জীবনটা মাঝে মাঝে যেন শীতের কুয়াশাচ্ছন্নের মত লাগে ।। যখন শীতের সকালে কিংবা রাতে বের হয় ,যখন সামনের পথ কুয়াশার ??

জীবনটা মাঝে মাঝে যেন শীতের কুয়াশাচ্ছন্নের মত লাগে ।। যখন শীতের সকালে কিংবা রাতে বের হয় ,যখন সামনের পথ কুয়াশার জন্য সামনের পথ দেখা যায় না …..তখন কোন কিছু নির্দিষ্টভাবে বলা যায় না ।। সামনে লাগে যেন কেউ দাঁড়িয়ে আছে ,আবার লাগে গাড়ি ,তা সঠিক ভাবে বলা মুশকিল ।। যখন এটার কাছে যায় তখন বুঝি এটা কি ?? হয়ত বা ধারণাই টা সম্পূর্ণ ভূল হয়ে যায় ।। ঠিক তেমনি বলা যায় , আমার ভবিষ্যত কি ,ভাগ্যের নিয়তি কি ?? অনেকে বলে ,তুর ভবিষ্যত খারাপ ,আসলে তা ঠিক না …!! সামনে এগিয়ে চলেন , আপনার কাছে হয়ত লাগতে পারে সামনে সাফল্যের নেই …..আপনার চিন্তা ,মনমানসিকতা কুয়াশার মত আপনার পথ হয়তবা স্পষ্ট করছে না …..সামনে গিয়ে দেখবেন এটা সাফল্য ইন্শাল্লাহ …….!! ভাগ্য স্বয়ং আল্লাহর হাতেই লিখাস্বরূপ একটি গাড়ির ন্যায় ,,আপনি যেদিকে যেতে চান , গাড়িও সেদিকে চলবে ।। গাড়ির চাকার দিকে তাকিয়ে গাড়ি চালালে বিপদ আসবেই ।। সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাই সবাই ,এই আশা করি ।। সাফল্য আসবে ,নিজেকে নিজের মত গড়ে তুলাটাই ভালো ….. ভাল অনুসরণ করব ,খারাপ ধীরে ধীরে বর্জন করব …..একবারে একসাথে কোন কিছু ত্যাগ কিংবা বর্জন করা যায় না ।। ধন্যবাদ সবাই কে এত কষ্ট করে এই বিরক্তিকর নোট পড়ার জন্য ।। সালাম নিবেন এবং সামনে আমার পরীক্ষা ,দোয়া করবেন সবাই ।। পরিশেষে , জীবনের পথ কুয়াশাচ্ছন্ন নয় যদি আপনি সতর্ক হয়ে ঠিক ভাবে চলেন ।।


Bablu islam

204 Blog bài viết

Bình luận

📲 Download our app for a better experience!