তোমাকে দেখছি এখানে আমি কি করি

এক খামার মালিক শখ করে একটা জেব্রা কিনে এনেছে আফ্রিকা থেকে। এক ভোরে জেব্রাটা বেরিয়ে এলো তার আস্তাবল থেকে। খাম?

এক খামার মালিক শখ করে একটা জেব্রা কিনে এনেছে আফ্রিকা থেকে। এক ভোরে জেব্রাটা বেরিয়ে এলো তার আস্তাবল থেকে। খামারের ভেতরে ঘুরতে লাগলো সে, আর ভাবতে লাগলো, এখানে তার কাজ কী হতে পারে? প্রথমে তার দেখা হলো একটা মুরগির সাথে-

জেব্রা : সুপ্রভাত। তুমি এখানে কী করো?

মুরগি : সুপ্রভাত। আমি আমাদের মালিকের খাবারের জন্যে ডিম পাড়ি।

 

এরপর তার দেখা হলো একটা গরুর সাথে-

জেব্রা : সুপ্রভাত। তুমি এখানে কী করো?

গরু : সুপ্রভাত। আমি আমাদের মালিকের খাবারের জন্যে দুধ দিই।

 

তারপর দেখা হলো একটা ছাগলের সাথে-

জেব্রা : সুপ্রভাত। তুমি এখানে কী করো?

ছাগল : সুপ্রভাত। মালিক আমাকে মেরে আমার মাংস খায়।

 

জেব্রা কিছুটা ঘাবড়ে গিয়ে সামনে এগোলো। এবার তার দেখা হলো একটা ষাঁড়ের সাথে-

জেব্রা : সুপ্রভাত। তুমি এখানে কী করো?

ষাঁড় : সুপ্রভাত। তুমি একটু দাঁড়াও! আমি তোমাকে দেখাচ্ছি আমি এখানে কী করি।

 


Jwel Jwel

181 블로그 게시물

코멘트

📲 Download our app for a better experience!