কেন তুমি আসোনি

হাওয়া খাওয়ার জন্য একটু লেকে গেলাম, মাত্র সন্ধ্যা নেমেছে, বসে বসে

ফেবু গুতাচ্ছি।হঠাৎ এক অপরুপা ,সুনয়না,স?

হাওয়া খাওয়ার জন্য একটু লেকে গেলাম, মাত্র সন্ধ্যা নেমেছে, বসে বসে

 

ফেবু গুতাচ্ছি।হঠাৎ এক অপরুপা ,সুনয়না,সুকেশী এক ললনা দেখলাম

 

এই দিকেই এগিয়ে আসছে, মন আমার উথাল পাথাল অবস্থা, হায় হায়

 

মেয়েটি আমার পাশেই বসল, টিনের চালে কাক না বস লেও আমি কিন্তু সিরাম অবাক হয়ে গেলাম! এত কাছে !! মনে মনে ভাবলাম মেয়েটি হয়ত বুঝতে পেরেছে , আমিও তার মত একা, তা না হলে এই প্রেম বাগানে কেউ বসে বসে মোবাইল টিপে?হাল্কা করে একটু চোখ বুঝলাম, সামনেআবার ভেশে উঠল ছট্ট একটা রুম, সেই মেয়েটি আর আমি, সে আমার গলায় টাই ঝুলিয়ে দিচ্ছে, এবং একটু ভালবাশার পরশ দিয়ে বলল- এই তারাতারি চলে আসবে কিন্তু!! চোখ খুললাম ভাবছি কিছু বলব,কিন্তু কি বলব, আমিত দেখেই মুগ্ধ, আড়চোখে শুধু দেখেই যাচ্ছি আর দেখেইযাচ্ছি। কি সুন্দর ওই আঁখি যুগল,হালকা কুকড়ান চুল দিয়ে যেন মুহূর্তেই আমার হৃদয় টাকে পেঁচিয়ে ফেলেছে।মনটা বোধ হয় একটু খারাপ তবুওমন খারাপের সেই মনে যেন শিউলি ফুল ফুটেছে।কিন্তু মুহূর্তেই আমার হৃদয় টা কে যেন এ কে ৪৭ দিয়ে ঝাঁঝরা করে দিল। একটা ছেলে গুলির বেগে এশে তার পাশে বসল, এবং হাতটা ধরে বলল জানু আর কখনই এত লেট হবে না, তুমি রাগ কইর না পাখি!!

 

শিল্পী এই গানটা বোধ হয় আমার জন্যই গেয়েছেন- বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এত দিনে

 

জাতির বিবেকের কাছে আমার একটাই প্রশ্ন-

 

সব মেয়েরা ডাবল ডাবল ঘুরে ক্যা?

 

সিঙ্গেল ঘুরে না ক্যা?

 

#: আর ভাল্লাগে না, আই এম ইন লাপ!, তয় কোন মাইয়ার না বইয়ের, হি হি ঠেলার নাম যে বাবাজি, মাঝে মাঝে মুন চায় একখান প্রেম করি, প্রেমিকার হাত ধরি, কিন্তু আমিত ভাল পুলা, ধুরু এর থাইকা বিয়া করা ভালা, ভাবতাছি একখান বলদ গরু কিনমু, গরু দিয়া ক্ষেত চাষ করমু, ঘামায় গেলে বউতে আইসা গামছা দিয়া মুখ মুছায় দিবো, লাইপ ইজ চো বিউটিফুল।


Jwel Jwel

181 Blog des postes

commentaires