জীবনে যাকে ভালোবাসবেন তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করবেন।
☞ কাছের মানুষ কে কখনো সন্দেহের চোখে দেখবেন না। এই সন্দেহ আপনার সুন্দর জীবন ধ্বংস করে দিবে।
☞ মানুষ কে ভালোবাসতে শিখুন। কিন্তু প্রয়োজনের অধিক না। নিজের জন্য কিছু ভালোবাসা সঞ্চয় করে রাখুন যাতে প্রিয় মানুষ টা চলে গেলেও নিজেকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে পারেন।
☞ বিশ্বাস করা ভালো কিন্তু অধিক বিশ্বাস করা ভালো না। আর একবার বিশ্বাস ভেঙ্গে গেলে দ্বিতীয় বার জোড়া লাগানো যায় না।
☞ মানুষ রাগান্বিত অবস্থায় কিছু বললে মন খারাপ করবেন না। কারণ মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কিছু বলে।
☞ প্রয়োজনের তুলনায় বেশী না কম বলুন। মানুষ কথা না বলে অপমানিত হয় না কিন্তু কথা বলে অপমানিত হয়। জায়গা ও পরিস্থিতি বুঝে ভেবে চিন্তে কথা বলুন।
☞ অল্পতেই সন্তুষ্ট থাকুন কারণ বেশী চাওয়া পাওয়া থাকলে আর পূর্ণ না হলে আপনি অনেক কষ্ট পাবেন। অল্প চাওয়া পাওয়া অনেক তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়।