শুনছো!

আমি তুমুল প্রেমে পড়েছি তোমার,
শুনছো, শুনতে পাচ্ছে!?
এমন প্রেমে অনেককাল আমি পড়িনি

আমি তুমুল প্রেমে পড়েছি তোমার,

শুনছো, শুনতে পাচ্ছে!?

এমন প্রেমে অনেককাল আমি পড়িনি

এমন করে কেউ আমাকে অনেককাল আচ্ছত করে রাখেনি।

এমন করে আমার দিনগুলোর হাত পা রাতের পেটে সেঁধিয়ে যায়নি

এমন করে রাতগুলো ছটফট করে মরেনি!

গভীর ঘুম থেকে টেনে আমাকে তুমি বসিয়ে দিলে–

এভাবে কি হয় নাকি?

আমি হাত বাড়াবো আর এখন তোমাকে পাবো না, রাতের পর রাত পাবো না!

আমি ঘুমোবো না, একফোঁটা ঘুমোবো না,

কোথাও যাবো না, কিছু শুনবো না, কাউকে কিছু বলবো না,

স্নান করবো না, খাবো না!

শুধু ভাববো তোমাকে, ভাবতে ভাবতে যা কিছুই করিনা কেন,

সেগুলো ঠিক করা হয়না–

ভাবতে ভাবতে আমি বই পড়ছি, আসলে কিন্তু পড়ছি না,

বইয়ের অক্ষরে চোখ বুলোনো ঠিকই হবে, পড়া হবে না

ভাবতে ভাবতে আমি সেন্ট্রাল স্কোয়ারে যাচ্ছি, যাচ্ছি কিন্তু যাচ্ছি না,

ঘণ্টা দুই আগে পেরিয়ে গেছি স্কোয়ার, আমি কিন্তু হাঁটছিই,

কিছুই জানি না কী পেরোচ্ছি, কোথায় পৌঁচোচ্ছি,

এর নাম হাঁটা নয়, কোথাও যাওয়া নয়,

এ অন্য কিছু, এ কারও তুমুল প্রেমে পড়া।

 

কিছু একটা করো, স্পর্শ করো আমাকে, চুমু খাও

শুধু ঠোঁটে নয়, সারা শরীরে চুমু খাও, তুমুল চুমু খাও

অত দূরে অমন করে বসে থেকো না, উড়ে চলে এসো, উড়ে এসে চুমু খাও।

আমার ঠোঁটড়োড়া ঠাণ্ডায় পাথর হয়ে আছে, তোমার উষ্ণতা কিছু দাও,

তুমি তো আগুন, আমার অমল অনল, এসো তোমাকে তাপাবো,

তোমাকে তাপাতে দাও।

 

শুনছো,

তুমুল প্রেমে তুমিও পড়ো না গো!


Rx Munna

446 Blog mga post

Mga komento

📲 Download our app for a better experience!