ইউনিকাস্ট

ইউনিকাস্ট এর বর্ণনা

যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন পেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে, তাকে কাস্ট ট্রান্সমিশন মুড বলা হয়। এটা ওয়ান টু ওয়ান বা পয়েন্ট হিসাবে  পরিচিত। 

এক্ষেত্রে অনেক প্রাপক একই ডেটা চাইলেও একজন গ্রাহকের কাছ থেকে পৃথক পৃথকভাবে ডেটা পৃথক পৃথক প্রাপকের নিকট ট্রান্সমিট হয়ে থাকে। সব রকম লেন ও ইন্টারনেটে এই ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয়ে থাকে। 

যেমন কোনো কম্পিউটার  নেটওয়ার্কের দশটি কম্পিউটার থেকে পৃথক ব্যবহারকারীগণ একই দুটা চেয়ে পাঠালে ইউনিকাস্ট ট্রান্সমিশনে ১০ জন প্রাপকের জন্য ডেটা টি ১০-১২ পৃথক পৃথকভাবে সুনির্দিষ্ট কম্পিউটারে ডেলিভারি হবে। 

ইউনিকাস ট্রান্সমিশন সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোড হয়ে থাকে।

টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ইউনিকাস্ট এর উদাহরণ হল _মোবাইল, টেলিফোন,ফ্যাক্স, পেজার, খেলনা, ওয়াকি টকি, সিঙ্গেল এসএমএস ইত্যাদি। 


Badhon Rahman

177 ブログ 投稿

コメント