ফাইবার অপটিক ক্যাবল

ফাইবার অপটিক কেবল আসলে কি?

সিলিকা, কাচ অথবা প্লাস্টিকের এক ধরনের পাতলা স্বচ্ছ ত্ন্ত বা সুতা দিয়ে তৈরি যে শক্তিশালী মাধ্যম দিয়ে আলোর গতি কে যেটা আদান-প্রদান করানো হয় তাকে ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার বলা হয়। 

ফাইবার অপটিক্যাল কেবল অন্তত দ্রুতডেটা আতান প্রদান এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবার কাজ করে। এ কেবলের বিশেষত্ব হলো এটি ইলেকট্রনিকালসিগন্যালের পরিবর্তে আলোকবার লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। 

আর এ কাজে ব্যবহৃত হয় ফাইবারের অভ্যন্তরে ক্লাস বা প্লাস্টিক কোর। এ কেবলের মাধ্যমে যেটা আদান-প্রদানের জন্য লেজার রশ্নি ব্যবহার করা হয়। 

এর অন্যতম বৈশিষ্ট্য হল এটি ইনফ্রারেড আলোর রেঞ্জের মধ্যে (১৩০০nm থেকে ১৫০০nm) অতিরিক্ত স্বচ্ছ হওয়ার পরিবহনের সময় এতে কোন শোষণ হয় না। ফলে বিশেষ কোনো ক্ষতি ছাড়া এর মাধ্যমে দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্ব পর্যন্ত ট্রান্সমিট করা সম্ভব হয়ে থাকে। 


Badhon Rahman

177 ブログ 投稿

コメント