বিজনেস কার্ড

এটি হলো বিজনেস কার্ড ডিজাইন। যা আমি পিসিতে তৈরি করি। এখানে আমি অনেক সময় ব্যয় করে ভালো মানের একটি ডিজাইন তৈরি

এটি হলো বিজনেস কার্ড। বা বিজনেস কার্ড ডিজাইন বলা যাই। এটির আটিস্ট হলাম আমি। যে কোনো কিছু আর্ট করে বা আঁকায় তাকেই আটিস্ট বলা হয়। সেই জন্য আমি আমাকে আটিস্ট বললাম।  

 

এটি কোথাও থেকে কপি করা হয় নি। এটি আমি সম্পূর্ণ নিজের দক্ষতায় তৈরি করেছি।

এখানে আমি বিশেষ দুইটি সপটোয়ার ব্যাবহার করি। একটি হলো এডোবি এবং আরেকটি হলো ফটোশপ। আমি এসব কাজ পিসিতে কাজ করি। পিসিতে কাজ করে অনেক সুবিধা হয়। এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো পিসিতেই করা লাগে। এবং পিছি ছাড়া আবার ল্যাপটপের এসব কাজ করা সম্ভব।

এখানে অনেকগুলো টুলস ব্যবহার করতে হয়।এসব তো বলছে এগুলো সব এডোবি ইলাস্ট্রেট হলে থাকে। এখান থেকে সবগুলো টুলসে নিয়ে কাজ করতে হয়। প্রত্যেকটি টুলস এর আলাদা আলাদা ব্যবহার থাকে। এখানে প্রায় চল্লিশ- পঞ্চাশ টা টুলস থাকে। এগুলো আরো ব্যবহার জানলে অনেক ভালো মানের ডিজাইন করা সম্ভব। আমি এসব সব তুলছি এরা ব্যবহার করে ভালো মানের একটি ডিজাইন তৈরি করি।


rx Pushpa

78 Blog posts

Comments