পুকুর বা দিঘি

শহরের ভাষায় পুকুর এবং গ্রাম বাংলার ভাষায় দিঘি

দিঘি এমন একটা জায়গা, যখন মানুষের বাড়ি বাড়ি টিউবয়েল ছিলো না। তখন মানুষ এই পুকুর বা দিঘি তে গোসল করত।গ্রামের পুকুর গুলোর পানি অনেক পরিষ্কার হয় শহরের তুলনায়। 

গ্রামের মানুষ দিঘি তে সব সময় মাছ চাষ করে। তাই দিঘির পানি সব সময় পরিষ্কার রাখে।কারণ দিঘির পানি অপরিষ্কার হলে বা দূষিত হলে তাদের চাষ করা মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মরে যাবে। যার ফলে তাদের অনেক বড় ক্ষতি  হতে পারে। তাই তারা সব সময় দিঘির পানি পরিষ্কার রাখে। 

অন্য দিকে শহরে সহজে কেউ পুকুরে মাছ চাষ করে না।কারণ শহরের পুকুর গুলোর পানি দূষিত।পলিথিন থেকে শুরু করে সকল আর্বজনা মানুষপুকুরে ফেলে। যার ফলে পুকুর পানি মাছ চাষের যোগ্য থাকে না।তবুও মাছ চাষ করলে পুকুরের পানি পরিষ্কার করতে হবে। এতে অনেক ব্যয় হয়। 

শহরের পুকুরের থেকে গ্রামের দিঘি ভালো আছে

 


Badhon Rahman

177 Blog Postagens

Comentários

📲 Download our app for a better experience!