কোয়ালিটি

QC কোয়ালিটি "কোয়ালিটির কাজ কি কোম্পানির গুনগত মান নিয়ন্ত্রণ করা।

ক্যাপের কোয়ালিটি :

 

কোয়ালিটির কাজ কি ও কি কি কোয়ালিটি হয়।

 

কোয়ালিটি মানে একটি পূন্যের গুনগত মান সমিদ্ধ বজায় রেখে পূন্য সিলেক্ট করা।

 

আমাদের দেশে গারর্মেন্স শিল্পের অভাব নেই কত শত কোম্পানি আছে।

 

পোশাক শিল্পে আছে সোয়াটায়,,গেঞ্জি,, প্যান্ট,,

আবার ক্যাপ কোম্পানি, 

সব কিছুর ক্ষেত্রেই গুনগত মান নিয়ন্ত্রণ আগে দেখতে হয়।

 

একটা কাজ করার পর তাকে নজরদারি করে ভালো কাজ সিলেক্ট করার কাজই কোয়ালিটির হাতে পড়ে,

 

কোয়ালিটি যে কাজ ওকে করবে তাই বায়ারের সামনে যাবে।।

 

কোয়ালিটি যে কাজ আটকিয়ে দিবে তাই নতুন করে আবার লাইনে।

 

কোয়ালিটি ছাড়া কোম্পানির গুনগত মান বাছায় করা যেতো না।একজন কোয়ালিটি তার চোখের নজর কাজে লাগিয়ে গুনগত মান খোজে বের করে।

কোয়ালিটি ছাড়া গুনগত মান পাওয়া খুব দূর বী সহ হয়ে পড়তো।কোয়ালিটির কাছে production এর লোক ধরা সব সময়,, 

 

ধরত গেলে সাপ বেজির সম্পর্কে মাঝে বনণা ধরা যায়

Production আর কোয়ালিটির লোকদের।

ক্যাপের ক্ষেত্রে কোয়ালিটির স্তর অনেক 

 

কাটিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত শুধু কোয়ালিটি কত প্রসেস চেক করে তা যারা ক্যাপ মাথায় দেই হইতো তাদের জানা নেই??

এক এক টা ক্যাপের মাঝে কত গুলো লোকের অবদান। 


Salma Akter

274 Blog Postagens

Comentários

📲 Download our app for a better experience!