তুমিহীনা আমার মনের ভেতরে যে শূন্যতা .... ?? এটা কোন ভাষার মাধ্যমে প্রকাশ করা যাবে না ...!

আমাদের প্রিয় মানুষ গুলো কখনো হারিয়ে যায় না ... !! স্মৃতির পাতায় ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে আজীবন ...!!??

আত্মহত্যা করলে মানুষ জাহান্নামে  যায় কিন্তু মানুষ তখনই আত্মহত্যা করে যখন তার জীবনটা জাহান্নামের চচেয়েও ভয়াবহ অবস্থার সম্মুখীন অবস্থা হয়। ...! তোমায় খুব ভালোবাসি তাই এতটা কষ্ট দিচ্ছ ...!! ??  একদম সব কষ্ট সহ্য করে তোমাকেও ভুলে যাব ... !!?? নেশা শুধু নিকেটনে নয় কারো কারো মায়া ভরা চেহারাতেও অনেক বেশি নেশা থাকে ... !! ?❤️‍??  ভুলে যাওয়াটা কঠিন বিষয় না  কঠিন বিষয় হলো ভুলে থাকার অভিনয় করাটা .. !!?? এই শহরে হাঁটতে হাঁটতে বুঝে গেছি ..! সঠিক পথ দেখানোর কেউ নেই.... ?☝️ সব সময় শুধু ভালবাসলেই হয় না ..! ? কিভাবে ভালো রাখতে হয়  সেটাও জানতে হয় .... !! ?? স্বপ্ন দেখা তো সেদিনই ছেড়ে দিয়েছি যেদিন কার ধারা আমার স্বপ্নগুলো প্রতারিত ... হয়েছে..!! ?? সত্যিকারে ভালোবাসায় ঝগড়া  বেশি হলেও ভালোবাসাটাও অনেক গভীর হয় ...!! ?? তোমার নেশা কাটাতে কাটাতে রাত জাগাটাই নেশা করে ফেলেছি  .... !! ??  এগিয়ে গিয়ে ও পিছে আসি পেরোতে চাই না একা এ পথের নাম পাবে দাম তুমি একবার দিলে না  ... !!,?? আমি রাগ করি না কারণ আমি জানি  আমার রাগের মূল্য কারো কাছে নেই .....!! ❤️‍??


Nila Islam

18 Blog Beiträge

Kommentare

📲 Download our app for a better experience!