ভালোবাসা নিয়ে কিছু কথা

ভালোবাসা আর বিশ্বাস এমন দুটি জিনিস এ দুটির মধ্যে যেকোনো একটা চলে গেলে অপরটি এমনি চলে যায় ....!! ??

নারী পতি শুধু ভালোবাসা নয়  ....!? ভালো ভাষা তাও দরকার এখন মুখ কথা বলে না....!!  শুধু সময় কথা বলে  ....!?                   অন্যের ওপর কি অভিযোগ করব .....!? নিজের ওপরই অনেক অভিযোগ রয়েছে  ....!!?  জীবন কখনো কারো জন্য থেমে থাকে না  কিন্তু মন মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটির জন্য  ......!!??    সবকিছু পেয়ে যাওয়া মানুষটি অনেক কিছু হারিয়ে থাকে .....!!? এই জীবনে সবচেয়ে  বেশি হাসে  সেই মানুষটি অন্ধকারে অনেক কাঁদে ?  যে রাখতে পারবেনা সম্পর্ক  তার চলে যাওয়াটাই ভালো ....!!? কাউকে দরকারের বেশি গুরুত্ব দিলে তো তার জীবনে তোমার গুরুত্ব কমে যাবে ....!!!!!! ?? ?   মনে পড়ে খুব তার কথা যাকে ছাড়া একটা সময় জীবনটা ফাঁকা লাগতো .....!? ??                                                                                                                ভুল তো জীবনে সবাই কমবেশি করে ................!!!!! ?                         কিন্তু ভুলগুলো তারাই ধরে ......... !! যাদের ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে প্রবল  ......!!?          শত মাইল দূরে  প্রিয় মানুষটা ভালো থাকুক  মহামারী তাকে স্পর্শ না করুক .....!!.               আঘাত খুব হিসেব করে করা উচিত .......!!? ??️।              ততটুকু করা উচিত নিজে যতটুক সহ্য করা যায় ......!!? ❤️‍?? আঘাত কিন্তু ফিরে আসে  ...!? মেয়েরা কেমন অদ্ভুত তাই না সামান্য চুরি ভাঙ্গা যাওয়ার সারা ঘর মাথায় তুলে ফেলা মেয়েটাও যদি কখনো মন ভেঙ্গে যায় সামনে বসে থাকা মা কেউ টের পেতে দেয় না ....!!??  কালকের দিনটা এর থেকে ভালো হবে এই ভেবে    অনেকেই সুখে আছে .....!?  তার জন্য কি চোখের জল ফেলবে  যে অন্যের সাথে হাসে ...!? কিছু গল্প এমন থাকে  সেটা শুনলে মানুষ ছেড়ে চলে যায় ভালোবাসার চেয়েও দায়িত্ব অনেক বড় হয় ....!? একটু রাগ একটু অভিমান হলে কষ্ট হলেও নিজেকে দূরে সরিয়ে রাখা যায় কিন্তু দায়িত্ব তা থেকে বিন্দুমাত্র  নিজেকে দূরে রাখা যায় না তা পালন করতে হয়  প্রতিদিন প্রতিনিয়ত 


Nila Islam

18 ब्लॉग पदों

टिप्पणियाँ