জীবনে কিছু সত্যি কথা ...... ?

স্বাতের টানে গড়ে ওঠা ...... সম্পর্ক গোলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব হয়না ....!!?

 মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারতো .....!!! ?❤️‍? তাহলে  পৃথিবীতে কষ্ট নামক  জিনিসটা কাউকে খুব বেশি  কাঁদতে দিতো না ......!!! ?❤️‍? ভালোবাসি এই কথাটি আমার সবাই বলতে পারি শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটি দিতে.....!!? ?? কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার .....!!? টাকার  থেকে ও দামি হয় ....!!! ?? অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যু চেয়ে বেশি কষ্ট .....!!! ??। আপনার লাইফে কি এমন কেউ ছিলো....!!?? যার সাথে একসময় অনেক কথা হতো......!!? ?? কিন্তু এখন আর হয় না .....!!???? কাউকে আর মোনাজাত চাইবোনা কারণ মোনাজাতের চাওয়া মানুষগুলো .......!!!? কখনো পাওয়া হয় না ....!!?? ??                             সবার উপর রাগ করবেন না .....!!??                                   রাগ তার সাথে করা চলে যে রাগের মূল্য দিতে জানে.......!!! ??।               পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটা কে যতটা কাছে মনে হয় !!!?? আসলে আকাশটা ততটা নয়.....!!!? ?☁️।                  ঠিক তেমনি কিছু মানুষকে যতটা যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয়........ !!? ?? আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে.......!!? ?? প্রতিটি ভুলের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকের কোন দিন ক্ষমা হয় না ....!!? ??️?


Nila Islam

18 ব্লগ পোস্ট

মন্তব্য