অতীত নিয়ে ভেবোনা কারণ .... ??অতীত তোমার সব সময় কষ্ট দেবে ...!!?? বরং ভবিষ্যৎ নিয়ে ভাবো যেটা তোমার সুখ এনে দিতে পারে ......!!?? যেসব মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় ......!!! তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকাই ভালো কারণ এরা আপনার সুসময়ে বন্ধু .....!!??? দূর সময়ের না !? বাস্তব কথা নিজে থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না ....!!? ??কাউকে নিজের থেকে বেশি ভালবাসতে যেও না কেননা ভালোবাসা এমন একটা জিনিস ...!!? যা বেশি পেলে অবহেলা বাড়ে মনে রেখো ভালোবাসা মর্যাদা ...!! ?? সকলে দিতে পারেনা ...!!? ???একতরফা ভালোবাসা গুলো ..!!???? এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন শুধু পাগল ভেবে অবহেলা করে যায় ....!!!??? সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় ...!!? ???ভালোবাসার মানুষকে এতো ভালোবাসা দেওয়ার পরে ও যখন সে চলে যায় নিজেকে তখন ব্যর্থ ভেবোনা ...!!!? ?♥️ব্যর তো সেই তোমার ভালবাসাকে বুঝতে পারেনি ....!!? ? তোমাকে মিস করাটা আমার অভ্যাস ....!!!??? আর ভুলতে না পারাটা ভালোবাসা ......!!!? ??। অভিমান আমি একটা জিনিস ..!???❤️? যা সবার উপর করা যায় ..........!!!? ??❤️? শুধু প্রিয় মানুষটির উপরে করা যায় ..!? ??❤️? ধৈর্য মানুষকে উন্নত করে .....!!??♥️? আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ..!!?? এটাই বাস্তব কথা ? মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে ....!? ?? চুপচাপ সরে যেতে হয় ....!!? ?? সব সময় চিৎকার করে প্রতিবাদ করতে নেই ...!!? ?? কখনো কখনো অভিমান নিয়ে ....!!? ?❤️? চুপচাপ সয়ে গিয়ে বুঝিয়ে দিতে হয় ....!!? ???তারা কি খুঁজতে গিয়ে কি হারিয়ে ফেলেছে ....!!!? ??❤️?
Nila Islam
18 Blog Postagens