কি বললেন ড:মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের ইউনূস প্রথম নীতিগত ভাষণে রোহিঙ্গাদের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দেন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড:মুহাম্মদ ইউনূস দেশকে একটি নতুন যুগে নিয়ে যেতে চেয়েছেন।

নোবেল বিজয়ী ড:মুহাম্মদ ইউনূস এর কারণে বেশ কিছু চ্যালেঞ্জ এর সম্মুখীন হইয়েছেন। তিনি পোশাক শিল্প বজায় রাখার চেষ্টা করছেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে তার ভাষণের মাধ্যমে জানান দিয়েছেন তিনি জনগণকে একটি নতুন বাংলাদেশ উপহার দিবেন।

ড:মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল বিজয় অর্জন করেন। তার হাত ধরে বাংলাদেশ এখন নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। তিনি জনগণকে সরাসরি উৎসাহ দিয়েছেন।


Mostakim Nahid

24 وبلاگ نوشته ها

نظرات
Adeel Hossain 50 که در

Good