ব্যর্থ কবি
আমি কবিতার মাঝে হারিয়ে যায়

ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে ঘর,
ছকড়তে হবে মায়ার বাধঁন আপন হবে পর,
যাদের ঘিরে বসত ছিলো তোমার সদা বাস,
দম ফু??

ছাড়তে হবে এই দুনিয়া, 

ছাড়তে হবে ঘর,,!

ছাড়তে হবে মায়ার বাধঁন 

আপন হবে পর,,! 

 

যাদের ঘিরে বসত ছিলো 

তোমার সদা বাস,

দম ফুরালে তারাই সেদিন 

বয়বে তোমার লাশ।

 

ছিন্ন হলে মায়ার বাধঁন 

কেউ যাবে না সাথে 

তোমার আপন তুমিই হবে 

যে কোনো এক প্রাতে 

 

ক্ষণিকের এই জীবন পেয়ে 

যতোই করো খেলা, 

মনে রেখো মনে রেখো

ডুববে এই জীবন বেলা। 


Nilosar

1 blog messaggi

Commenti

📲 Download our app for a better experience!