নারী কিসে আটকায়?

ভালোবাসা নামক মহাকাব্য সারা পৃথিবী জুড়ে বিরাজ করছে

নারী কিসে আটকায়? 

-আদরে, যত্নে, ভালোবাসায়, বিশ্বাসে, শ্রদ্ধায়, প্রসংশায়, প্রায়োরিটিতে, আর সহযোগিতায়। 

 

নারী কিসে পালায়? 

-অমানবিকতায়, অনাদরে, অবহেলায়, অশ্রদ্ধায়, অবিশ্বাসে, অসহযোগিতায়, অত্যাচারে, নির্যাতনে, নিপিড়নে, অক্ষমতায়, অপারগতায়, মানসিক বৈকল্যে। 

 

নারী ভালোবাসার কাঙাল। তাকে ভালোবাসা দিন, সে তার পুরো পৃথিবী আপনাকে দিবে। 

 

ভালো নায়ক, গায়ক, ধনী, কিংবা সুদর্শন প্রধানমন্ত্রী হওয়া মানে ভালো স্বামী হওয়া নয়। মন জয় করা রাজ্য জয় করার মতোই: জয় করা কঠিন, সেটা রক্ষা করা আরো কঠিন।

 

 


Mostakim Nahid

24 مدونة المشاركات

التعليقات