Kolla på
evenemang
Blogg
Marknadsföra
Sidor
Mer
নিজের মতো করে বাঁচুন: অন্যের চোখে নয়, নিজের চোখে সুন্দর হোন
আমরা প্রায়ই নিজের জীবনের মানদণ্ডটা অন্যদের হাতে তুলে দেই—কে কী বলবে, কে কী ভাববে, কে কী করছে। অথচ, লাইফস্টাইল মানে হওয়া উচিত নিজের মতো করে বাঁচা, নিজের নিয়মে সুখ খোঁজা। চলুন দেখি কিছু ছোট অভ্যাস, যেগুলো আপনাকে ফিরিয়ে দেবে আপনার “নিজস্ব জীবন”: ১. দিন শুরু করুন নিজের লক্ষ্য দিয়ে, না যে দুনিয়া চায় তা দিয়ে দিনের শুরুতেই ৫ মিনিট নিজেকে জিজ্ঞেস করুন—আজ আমি কী শিখতে চাই? কী করতে চাই? এই অভ্যাস আপনাকে অন্যদের ছায়া নয়, নিজের পথ খুঁজে নিতে সাহায্য করবে। ২. অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারাবেন না সবাইকে খুশি রাখা অসম্ভব। বরং নিজেকে খুশি রাখলে, অন্যদের মাঝেও আপনি আলো ছড়াতে পারবেন। ৩. ‘পারফেক্ট’ নয়, ‘বাস্তব’ হোন জীবন নিখুঁত হবে না। ভুল হবে, থেমে যাবেন, আবার উঠবেন। এটাই স্বাভাবিক। বাস্তব জীবনটাই আসলে সবচেয়ে সুন্দর। ৪. নিজের যত্ন নেওয়াটা বিলাসিতা নয়—দায়িত্ব ভালো খাবার, বিশ্রাম, মনের খোরাক—এসবকে গুরুত্ব দিন। আপনি ভালো থাকলেই আপনার চারপাশও ভালো থাকবে। ৫. আপনার গল্পটা আলাদা—তাই নিজের মতো গড়ে তুলুন জীবনকে সবাই এক পথে হাঁটে না। কেউ ধীরে চলে, কেউ চুপচাপ। আপনিও ঠিক আছেন, কারণ আপনার যাত্রাও গুরুত্বপূর্ণ।
220 Blogg inlägg
Ladda mer
Du är på väg att köpa varorna, vill du fortsätta?