তবে কি বিসিবি বস তামিম?

চারদিকে গুঞ্জন শোনা যাচ্ছে খেলোয়ার নয় বিসিবি সভাপতি হইয়ে ফিরছেন তামিম ইকবাল

ক্রিকেটার হিসেবে নয়; তামিম কি তবে আসছেন সাকিব- মুশফিকদের বস হয়ে...?

 

সরকার পতনের পর থেকেই পলাতক নাজমুল হাসান পাপন। অধিকাংশ পরিচালকরাও আসছেন না ক্রিকেট বোর্ডে। আজ আবার পদত্যাগ করেছেন জালাল ইউনূস, যিনি দায়ীত্বে ছিলেন ক্রিকেট অপারেশন্সের। 

 

জোড় গুন্জন আছে, ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পরামর্শে তামিম বসছেন এই পদে। আজ বিসিবি পরিদর্শনকালেও উপদেষ্টার সাথেই সার্বক্ষণিক ছিলেন তামিম। ঘুরিয়ে দেখিয়েছেন পুরো বিসিবি প্রাঙ্গন। 

 


Mostakim Nahid

24 블로그 게시물

코멘트