গুনাহের সংক্ষিপ্ত পরিচয়

কবিরা ও সগিরা গুনাহ

যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো,

কবিরা ও সগিরা গুনাহ

 যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তবে আমি তোমাদের লঘুতর পাপগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাব।
- (সুরা : আন-নিসা, আয়াত : ৩১)

তাফসির : উল্লিখিত আয়াতের মাধ্যমে প্রতীয়মান হয় যে পাপ দুই ধরনের।

কিছু কবিরা অর্থাৎ কঠিন ও বড় রকমের পাপ আর কিছু সগিরা অর্থাৎ ছোট পাপ। আর কেউ যদি গুরুতর পাপরাশি থেকে বিরত থাকে, তবে আল্লাহ তায়ালা তার লঘুতর পাপগুলো ক্ষমা করে তাকে সম্মানিত স্থান বেহেশতে প্রবিষ্ট করাবেন।

এখানে স্মরণ রাখতে হবে যে যাবতীয় ফরজ-ওয়াজিবসমূহ সম্পাদন করাও কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার অন্তর্ভুক্ত। কারণ ফরজ-ওয়াজিবসমূহ ত্যাগ করাও কবিরা গুনাহ। বস্তুত যে ব্যক্তি ফরজ-ওয়াজিবসমূহ পালনের ব্যাপারে যথাযথ অনুবর্তিতা অবলম্বন করে এবং যাবতীয় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তায়ালা তার ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেবেন।

কবিরা ও সগিরা গুনাহের হাকিকত : কবিরা ও সগিরা গুনাহর সংজ্ঞা নিরূপণের পূর্বে এ কথা বিশদভাবে জেনে নেওয়া বাঞ্ছনীয় যে গুনাহ বলতে সেসব কাজকে বোঝায়, যা আল্লাহর হুকুম ও তাঁর ইচ্ছাবিরুদ্ধ। এতে অনুমান করা যায় যে পরিভাষাগতভাবে যাকে সগিরা গুনাহ বলা হয়, প্রকৃতপক্ষে সেগুলোও ছোট গুনাহ নয়। যেকোনো অবস্থায়ই আল্লাহর নাফরমানি ও তাঁর বিরুদ্ধাচরণ করা অত্যন্ত কঠিন অপরাধ। তবে কবিরা ও সগিরার যে পার্থক্য, তা শুধু তুলনামূলক।

কোনো কোনো মনীষী বলেছেন, স্থূলদৃষ্টিতে ছোট গুনাহ ও বড় গুনাহর উদাহরণ, যেন ছোট বিচ্ছু ও বড় বিচ্ছু কিংবা আগুনের বড় হল্কা ও ছোট অঙ্গার। এ দুটির কোনো একটির দহনও মানুষ সহ্য করতে পারে না।


Rubel Hasan

29 blog messaggi

Commenti

📲 Download our app for a better experience!