আগামী ২৪ঘন্টা

দেশের বিভিন্ন স্থানে দেখা দিচ্ছে বন্যার পূর্বাভাস এমন অবস্থাই সবাই সাবধানে থাকুন

সবাইকে জানিয়ে সতর্ক করুন।

আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে।

 

বন্যায় সতর্কতা ও করণীয়: 

* উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।

* বাসায় পানি ঢুকেতে দেখলেই বিদ্যুৎ এর মেইনসুইচ ও গ্যাসের লাইন বন্ধ করুন।

* প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ জোগাড় করুন।

* শুকনা খাবার, বিশুদ্ধ পানি, মোমবাতি সহ প্রয়োজনীয় জিনিস কাছাকাছি রাখুন।

* শিশু-কিশোরদের দিকে খেয়াল রাখতে হবে যেন পানিতে নেমে না যায়।

* স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে কল করুন। 

* মোবাইলে চার্জ রাখুন।

* যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।

* গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে সাবধানতা অবলম্বন করুন।

* গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন। 

* বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

 

সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ রইলো।


Mostakim Nahid

24 Blog Postagens

Comentários

📲 Download our app for a better experience!