বিবেক নিয়ে উক্তি: বিবেকহীন মানুষ নিয়ে উক্তি

“যে মানুষের বিবেক নেই, সে যত বড় শিক্ষিত হোক না কেন, সে সমাজের জন্য এক বিপদ।”

বিবেক হলো মানুষের অন্তরের সেই নীরব কণ্ঠস্বর, যা ভালো-মন্দের পার্থক্য করে দেয়। যখন পৃথিবী জুড়ে মিথ্যা, প্রতারণা আর স্বার্থপরতার খেলা চলে—তখন বিবেকই মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখায়। একজন মানুষ যত বড়ই জ্ঞানী হোক না কেন, যদি তার বিবেক না জাগে, তবে সে কখনোই প্রকৃত মানুষ হতে পারে না। এই উক্তিগুলো আমাদের মনে করিয়ে দেয়, কেন বিবেকবান হওয়া জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ।


Md Mahabi

14 وبلاگ نوشته ها

نظرات