ফুলের সৌন্দর্য

ফুল মানেই অপরূপ সৌন্দর্য

পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে যার ফুল ভালো লাগেনা। ফুল এমন একটি বস্তু মনের কোণে সুপ্ত অনুভূতি জাগায়। মানুষ ফুলে মায়ায় পড়ে। ফুল কে ভালোবাসে। 

আমরা দৈনন্দিন জীবনে নানান কাজে ফুল ব্যবহার করে থাকি। ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করি। ভালোবাসা প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো ফুল।

ফুল দেখলে প্রেমিকা যেনো মহা খুশি।হোক সেই টা ৫ টাকার বা ৫০০ টাকার। কারণ ফুল মানেই তো ভালোবাসা।আর ভালোবাসা কখনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না।

এছাড়াও আমরা ফুল নানা কাজে ব্যবহার করি। বিভিন্ন অনুষ্ঠানে বা প্রোগ্রামে ব্যবহার করে থাকি। যেমন বিয়ের দিন কনে কে সাজানোর কাজে।বাড়ি  সাজাতে আরো অনেক কাজেই। 

আবার শহিদ দের প্রতি শ্রদ্ধা  জানাতে। বিভিন্ন অনুষ্ঠানে। 

মূল কথা হল আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য জিনিস। 


Ridoy Khan

4 Blogg inlägg

Kommentarer

📲 Download our app for a better experience!