আরিফ প্রথমে ভেবেছিল এটা কোনো খেলনার জিনিস। কিন্তু রাতের ঘুমে সে দেখতে লাগল স্বপ্ন—সে রাজ্য চালাচ্ছে, স্কুলে সবাই পড়ছে, কেউ না খেয়ে নেই, রাজপথে কেউ ভয়ে কাঁপে না।
পরদিন থেকেই সে শুরু করল তার “রাজ্য গঠন”—সে বন্ধুকে বলল, “এসো, আমরা একটা ছোট শহর বানাই যেখানে কেউ কারও ওপর চিৎকার করে না।”
সে পাড়ার কুকুরদের জন্য পানি রাখল, ছোটদের পড়া বুঝিয়ে দিল, আর চুপচাপ বসে শুনল বড়দের অভাবের কথা।
কিন্তু হঠাৎ, একদিন শহরে এল এক লোক—চেনা না হলেও তার কণ্ঠ ছিল প্রভাবশালী। সে বলল,
“এই ছেলে নাকি বলছে সে রাজা? হাস্যকর!”