রাতের গল্প

ভুতের গল্প নাটোরের

রাত ২টা। বিদ্যুৎ চলে গেছে। রাহাতের বাসার সবাই ঘুমিয়ে, শুধু সে目্য়ানে একটা মোবাইল গেম খেলছিল।

 

হঠাৎ একটা টোকা—ঠক ঠক

ফ্ল্যাটের প্রধান দরজায়।

 

রাহাত ভাবল, বুঝি বাতাসে কিছু হয়েছে।

 

আবার টোকা—এইবার জোরে—ঠক ঠক ঠক!

সে ভয় পেয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, "কে?"

 

কেউ উত্তর দিল না।

 

তবে ফিসফিস করে শুনতে পেল—

"দরজাটা খোলো... আমি তো জানি, তুমি জেগে আছো..."

 

রাহাত চোখ বড় করে তাকিয়ে থাকে দরজার দিকে। নিচের ফাঁক দিয়ে কালো একটা ছায়া ভেসে ঢুকছে ভেতরে।

 

সে পিছিয়ে আসে। হঠাৎ মোবাইলের আলো নিভে যায়।

 

পেছন থেকে কেউ ধীরে ধীরে বলে ওঠে—

"তোকে দরজা খোলার দরকার নেই। আমি এখন তোদের ভেতরেই আছি…"

 

 

---


MD HOSAEN ALI SHEIKH

27 ブログ 投稿

コメント