Terra Cotta Army

টেরাকোটা সেনাবাহিনী: মৃত সম্রাটের অমর রক্ষী

চীনের প্রাচীন ইতিহাসে টেরাকোটা সেনাবাহিনী এক বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। খ্রিস্টপূর্ব ৩য় শতকে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং-এর সমাধির পাশে প্রায় ৮,০০০ কাদামাটি সৈনিক, অশ্বারোহী, রথ ও অস্ত্রধারীদের ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল—যেন মৃত্যুর পরও তারা সম্রাটকে রক্ষা করতে পারে। এই প্রতিটি মূর্তি একে অপরের থেকে আলাদা—ভিন্ন মুখাবয়ব, দেহভঙ্গি ও পোশাকে তৈরি, যা প্রাচীন চীনা শিল্পের সূক্ষ্মতা ও নিখুঁত দক্ষতার পরিচয় বহন করে। এগুলো মূলত টেরাকোটা (পোড়া মাটি) দিয়ে তৈরি, যা হাজার বছর পরও স্থায়িত্ব বজায় রেখেছে। ১৯৭৪ সালে এক কৃষকের মাধ্যমে এই সেনাবাহিনীর আবিষ্কার বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এটি এখন ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং চীনের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়।


SM Jahid Hasan

220 Blog postovi

Komentari