Jam tangan
Acara
Blog
Pasar
halaman
Lagi
কোনার্ক মন্দির: সূর্যদেবকে উৎসর্গ করা এক স্থাপত্যের মহাকাব্য
ওড়িশার পুরী জেলার কনার্ক শহরে অবস্থিত কোনার্ক সূর্য মন্দির ভারতীয় স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন। ১৩শ শতকে গঙ্গ বংশের রাজা নারসিংহদেব প্রথম এই মন্দির নির্মাণ করেন সূর্যদেবকে উৎসর্গ করে। এই মন্দিরটি বিশাল একটি রথের মতো গঠিত, যার ২৪টি পাথরের চাকা ও সাতটি ঘোড়া রয়েছে। সূর্যদেবের রথ হিসেবে তৈরি এই মন্দিরের দেওয়ালজুড়ে সূক্ষ্ম ভাস্কর্যে ভরপুর যা ধর্ম, দৈনন্দিন জীবন ও প্রকৃতির নানা দিক তুলে ধরেছে। ১৯৮৪ সালে ইউনেস্কো মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। সময় ও প্রকৃতির প্রভাবেও এই মন্দির এখনও তার সৌন্দর্য ও গুরুত্ব ধরে রেখেছে। এটি ভারতীয় সংস্কৃতি, ভাস্কর্য এবং ঐতিহ্যের এক জ্বলন্ত সাক্ষ্য।
220 Blog posting
Muat lebih banyak
Anda akan membeli item, apakah Anda ingin melanjutkan?