গুদু একদিন বাজারে গিয়ে হঠাৎ এক মেয়েকে দেখলো। নাম লুবনা। চোখে চশমা, হাতে বই—পুরো “পড়ুয়া মেয়ে” টাইপ। গুদুর মনে প্রেমের ঝড় উঠল। সে ঠিক করল—এই মেয়েকেই সে বিয়ে করবে!
কিন্তু সমস্যা হলো—গুদু তো ঠিক মতো কথা বলতেও পারে না। বন্ধু পিন্টু বলল, “তুই আগে একটা প্ল্যান কর।”
গুদু বলল, “ঠিক আছে, একটা পিকনিক করি। সেখানে আমি তার কাছে প্রপোজ করব।”
পিকনিকের দিন ঠিক হলো, সবাই গেল এক নদীর পাড়ে। গুদু নিজে হাতে খিচুড়ি রাঁধল—তবে ভুলে গিয়ে তাতে চিনি দিয়ে ফেলল!
সবার মুখে বিস্ময়:
— “এইটা খিচুড়ি না,