মানুষ

মানুষ আর অমানুষ দেখতে একই রকম যেমনটা লবন আর চিনি দেখতে একই রকম।

মান আর হুস এর যুগে হয় মানুষ আর অমানুষ হতে গেলে কোনো কিছুরই দরকার হয়না। অমানুষ গুলো দেখতে মানুষের মতো হলেও তাদের আচরণে থাকে হিংস্রতা।তাদের ব্যবহারে মানুষ হয়ে উঠে বেপরোয়া। তারা ভালো খারাপ বিচার বিবেচনা করে না।তাঁরা দেখে তাদের স্বার্থ। স্বার্থ হাসিলের জন্য তাঁরা সব করতে পারে। এমনকি একটা পরিবারকে নরক ও বানিয়ে ফেলতে পারে। 


Nil Pori

40 ब्लॉग पदों

टिप्पणियाँ

📲 Download our app for a better experience!