তর্ক

তর্ক করে না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব।

কথায় আছে, "কথায় কথা বারে,মথনে বারে ঘি।" তেমনই তর্কে তর্ক বারে হয় বড়সড় ঝগড়া। 

তর্ক সবাই করে, এটা এখন মানুষের দৈনন্দিন কাজের মতো অভস্ত্য হয়ে গেছে। তর্ক না করলে তো কিছু মানুষের ভাতই হজম হয়না।

এখন মানুষ লাইভে তর্ক করে, টিভি শো তে তর্ক করে আর পাশের বাড়ির তর্কাতর্কি তো রোজকার একটা রুটিন। 


Nil Pori

40 博客 帖子

注释