মানুষ

ভালো মন্দ দুই মিলেই মানুষ।

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কিন্তু তার নিজের কর্ম দোষে মানুষ শ্রেষ্ঠ থেকে হয়ে যায় নিকৃষ্ট। সৃষ্টিকূলের শুরু থেকে আজ পর্যন্ত মানুষ এমন কোনো কাজ নেই যা তাঁরা করে নি।মানুষের এখন এমন ভয়াবহ রূপ বেরিয়ে এসেছে যে, মানুষ ই মানুষ কে ভয় পায়। মানুষই মানুষ কে নির্বিচারে হত্যা করছে। ঝগড়াঝাটি তো রোজকার রুটিন। একদলের মানুষ অন্য দলের মানুষ কে ভয় পায়, হত্যা করে। মানুষ তার নিজের আচরণ ভুলে গিয়ে পশু সমতুল্য আচরণ করছে। সন্তান মাকে দেখে না, ভুলে যায়। বউকে সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে যায়। ভুলে যায় ছোট্ট বেলার মায়ের কোলে কাটানো সেই সময় গুলো। নেতা বুঝে-না গরিবের পেটে কি যন্ত্রণা। সে বুঝে শুধু টাকা। যেভাবেই হোক টাকা লাগবে তার।গরিব মরে ভুখা। 


Nil Pori

40 Blog des postes

commentaires