Valobasar golpo

দুষ্টেু ছেলে মিষ্টি মেয়ের একটি সুন্দর ভালবাসার গল্প,,!!

ছেলেদির নাম ছিলো সাকিব আর মেয়েটির নাম ছিলো মিম ওরা একে অপরকে খুব ভালোবাসে,,

একদিন ওদের ফোনে কথা হচ্ছিলো তখন মিম বলে:-

মিম:- এই দেখো প্রতি দিন তোমার এই ঘ্যানর ঘ্যানর আমার আর ভাললাগে না,,,!!

সাকিব:- ভালো লাগে না মনে,,,!! তুমি কি বলতে চাও হুম..??

মিম:- আমি বলতে চাই আমি আর আমাদের এই Relation টা রাখতে চাইনা,,!!

সাকিব:- রাখতে চাইনা মানে কি,,,,???

মিম:- মানে না বুঝার তো কিছু নেই,,,এক কথায় আমি ব্রেকআপ চাই,,!!

সাকিব:-ব্রেক আপ??

মিম:- হ্যাঁ,,ব্রেক আপ,,!!

সাকিব:-সিরিয়াসলি বলছো??

মিম:- হ্যাঁ,,,সিরিয়াসলি বলছি,,!!

সাকিব:- ওকে,, Bye

(তারপর ১০ মিনিট পর সাকিব মিম কে ফোন দিলো ফোন দিয়ে বল্ল:-)

সাকিব:- হ্যালো,,!!

মিম:- হ্যাঁ,,বল্লাম তো ব্রেক আপ আবার কি,,!!আর কিছু বলার আছে??

সাকিব:- হুম,, অনেক কথা বলার আছে,,,!!

মিম:- দেখ আমার আর তোমার কোন কথা শুনার ইচ্ছে নেই,,।।

সাকিব:- শুনতে হবে না,,আমি তোমার সাথে দেখা করবে,,।।

মিম:-আমি তোমার সাথে দেখা করতে যেতে পারবো না,,,!

সাকিব:-মানে কি?? তাহলে আমি তোমার বাসায় আসবো??

মিম:- এই না না,,,আচ্ছা তুমি থাকো আমি আসছি,,।

সাকিব:-ওকে,,..।

( ৩০ মিনিট পরে সাকিব আর মিমের দেখা হলো।)

সাকিব:-তুমি তখন কি বলেছো?? আমাদের ব্রেক আপ তাই না..??

মিম:-হুম,,,তাই,!!

সাকিব:-একটু আবার বলো তো,,,!

মিম:- ব্রেক আপ,,!

সাকিব:-সিরিয়াসলি বলো?

মিম:- আরে বাবা এক কথা আর কত বার বলবো??

সাকিব:-আচ্ছা,,! এটা আমাদের কত তম ব্রেক আপ??

মিম:- আমার মনে নেই,,,এই হবে হয়তো ১৮২ বা ১৮৩ তম,,!!

সাকিব:-ও আচ্ছা,,, মাইর চর কবে খাইছো মনে আছে??

মিম:-আমি কি সত্যি সত্যি এগুলো বলেছি,,তুমি এতো রেগে যাচ্ছ কেন??

সাকিব:- তো ফোনে কি যেন বলছিলে??

মিম:- সে তো আমি এমনিতেই বলছি,,,!!

সাকিব:-এমনিতেই বলছো তাই না??

মিম:-সে তো তুমিও বলছো,,!!

সাকিব:- হ্যাঁ আমিও বলছি,,, যখন আমি.....

মিম:-আচ্ছা থাক না এই সব,,!

সাকিব:- আচ্ছা চলো...!

মিম:- আচ্ছা

(তারপর দুই জন হটতে হাটতে কথা বলছে.....)

মিম:-যানো মাঝে মাঝে আমাদের এই ছোট্ট ছোট্ট ব্রেকআপ গুলো না আমাদের অনেক কাছে নিয়ে আসে,,!!

সাকিব:-হুম,,তোমাকে না আজ দারুন লাগছে,,অনেক টা পাগলির মতো,,!!

মিম:-জানি,,চল ওই দিকটায় বসি,,!!

সাকিব:- চলো,,,

(এভাবেই চলতে থাকে তাদের অসমাপ্ত ভালোবাসা,,)

                       THE END

লেখক :- সাকিব ভালো লাগলে একটা কমেন্ট করতে


Prince Rot Hajong

30 blog messaggi

Commenti

📲 Download our app for a better experience!