Valobasar golpo

ব্রেক আপ এর ৩ মাস পর মেয়েটির কাছে কল আসলো,! একটি ভালোবাসার গল্প,,।

ব্রেক আপ এর ৩ মাস পর ছেলেটি মেয়েটির কাছে কল দিলো কল দিয়ে বল্ল:-

ছেলে:-হ্যালো,,!!

মেয়ে:-এতদিন পর হঠাৎ কি মনে করে কল দিলে??

ছেলে:-কেমন আছো..??

মেয়ে:-ভালো,,

ছেলে:-আমার বিশ্বাস হচ্ছে না,,,

মেয়ে:-কেন??

ছেলে:-আমাকে ছারা তুমি ভালো আছো এটা আমাকে বিশ্বাস করতে হবে??

মেয়ে:-সেটা তোমার ব্যাপার,,,তবে তুমিতো ভালো আছো,তোমাকে ভালো রাখার জন্নই তো তোমাকে ছেরে চলে এসেছি,,, তোমার কি মনে নেই যে আমি তোমাকে বলেছিলাম তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো,,সেই জন্যই তো তোমাকে ভালো রাখার চেষ্টা করে গেছি,,সবসময় তোমার ভালোর মাঝেই তো আমার ভালোটা খুজে নিতাম,,

ছেলে:-কিন্তু আমি ভালো নেই,,

(মেয়েটা কান্না করে বল্ল)

মেয়ে:-আর কি করতে পারি?? তোমাকে ভালো রাখার জন্য আপনজনদের ছেরে চলে এসেছি তোমার কাছে,,তোমাকে ভালো রাখার জন্য নিজের সন্তানকে গর্ভেই মেরে ফেলেছিলাম,,তোমাকে ভালো রাখার জন্য তোমাকে ছেরে চলে এসেছি,,৩ মাস নিজের সাথে যুদ্ধ করে আজ ভালো থাকাটা শিখে গেছি,,

ছেলে:-আমাকে ক্ষামা করা যায় না প্লিজ??

মেয়ে:-ক্ষামা?? ক্ষামা তো সেদিনই করে দিয়েছি যেদিন তোমাকে ছেরে যেতে বাধ্য হয়েছিলাম, তোমার সুখের জন্য,, তোমাকে ক্ষামা না করলে তো তোমাকে ভুলতে পারতাম না,,

ছেলে:-তোমাকে ছারা আমি থাকতে পারবো না,,

মেয়ে:-আমি তো ভালো আছি,,খুব বেশি ভলো আছি,,আমার আপনজনদের ছাড়া আমার সন্তানকে ছারা,,আমি খুব স্বার্থপর হয়ে গেছি,,এতো কিছু যার জন্য ছেরেছিলাম একদিন সেই মানুষটাই আমাকে ছেরে চলে গেল,,বিশ্বাস করো আজ আমি একা থাকতেই অভ্যস্ত,,মানুষের মাঝে দম বন্ধ হয়ে আসে আমার,,ভালো থেক,,

ছেলে:-তুমি আজও আমার ওপর রাগ করে আছো তাই না??

মেয়ে:- ((কিছু না বলই ফোনটা কেটে দিলো))

কেটে দিয়ে মেয়েটা কাঁদতে লাগলো,,,

THE END


Prince Rot Hajong

30 blog messaggi

Commenti

📲 Download our app for a better experience!