নাইম এবং সোনিয়ার আবেগ ময় ভালোবাসার পরিণতি

ভালো লাগা ভালোবাসার সূচনা ❤️

আমার নাম সোনিয়া আমি ক্লাস এইটে পড়ি। 

এবং সবাই জানে ২০১৯ সালে ক্লাস একটি পি এস সি এক্সাম ছিল সেই কারণে আমি জানুয়ারি মাসের শুরু থেকেই আমার মাদ্রাসার একজন শিক্ষকের প্রাইভেট পড়া আরম্ভ করে সেখানে আরো অনেক ছাত্রছাত্রী ছিল আমার সহ পাঠিয়েছিল। এবং আমাদের সিনিয়র ক্লাস নাইন এবং টেনের অনেকগুলো ছেলেও প্রাইভেট পড়তো। ক্লাস টেনের একটা ছেলের সাথে আমার একটা ফ্রেন্ড এর রিলেশন ছিল যা আমরা প্রাইভেট পড়ার আগে জানতাম না যে সে রিলেশনে ছিল প্রাইভেট যাওয়ার পর থেকে দেখে সেই মেয়েটা রিলেশনে ছিল এবং আমার সেই ফ্রেন্ডের নাম ছিল লামিয়া যে ছেলেটার সাথে রিলেশনে ছিল তার নাম ছিল মিরাজ। মিরাজের একটা ফ্রেন্ড ছিল তার নাম হচ্ছে না ছেলেটা ভীষণ ভালো পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তো এবং ভীষণ ধার্মিক ছিল লেখাপড়া ও অনেক ভালো ছিল কিন্তু তার আর্থিক অবস্থা খারাপের কারণে তার সাথে কোন মেয়ে রিলেশনশিপে আসতে চাইতো না। আমার ফ্রেন্ড লামিয়া তাকে একদিন বলল আমার কথা কারণ ছেলেটা এমন একটা মেয়ে খুজছিল যে এর আগে কখনো রিলেশন করেনি আমি ঠিক তেমনি ছিলাম আমার রিলেশন শব্দটা পছন্দই ছিল না ছেলেটা সারাটা বছর আমার পেছনে ঘুরঘুর করতে কাটিয়ে দে আমারও ভালো লাগতো ছেলেটা যখন আমার পেছনে আসতো বা আমার সাথে কথা বলার চেষ্টা করত কিন্তু আমি পাত্তা দিতাম না


Iman Ali

1 Blogg inlägg

Kommentarer