যে সবার সখ পূরণ করে তার সখ কোনদিনও পূরণ হয় না

কিরে সবার সব ইচ্ছা পূরণ করা নিয়ে ব্যস্ত থাকে তার সখীচ্ছার পূরণের কথা কেউ কখনো ভাবে না

যেই মানুষ গুলা অন্য মানুষদের স্বপ্ন পূরণ করার তাগিদে থাকে,অন্য মানুষদের সখ এবং ইচ্ছে পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করে বেড়ায়, অন্যদের ভালো রাখার জন্য নিজেকে প্রস্তুত রাখে/ রাখতে চায় প্রতিনিয়ত এবং পবিত্র মনে প্রার্থনা করে অন্যদের জন্য। সেই মানুষ গুলার স্বপ্ন, ইচ্ছা, সখ কখনোই পূরণ হয় না! সেই মানুষ গুলা ভালো থাকতে পারে না জীবনে -কখনোই নাহ।

হ্যাঁ! অন্য মানে অন্যই!
সেটা পরিবার হোক, আত্মীয়স্বজন হোক, বন্ধুবান্ধব কিংবা হোক প্রিয় ও অতি কাছের মানুষজন।
এসব মানুষদের নিকট কেউ আজীবন / সব সময় থাকে না -থাকবেও না!
আর ভালো রাখা, সখ, স্বপ্ন, ইচ্ছে পূরণে সহায়তা করা এসব তো অনেক দূরের বিষয়!


Ariful Hasanrakib

146 Blog Beiträge

Kommentare