হাদীস:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।"
— (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)
শিক্ষা:
মুসলমানের জবান সবসময় নিয়ন্ত্রিত ও ভালো কথায় পরিপূর্ণ হওয়া উচিত। অপ্রয়োজনীয় বা কষ্টদায়ক কথা না বলা ইমানদারের চিহ্ন।
আরও দরকার হলে বলুন—ইনশাআল্লাহ দিতে থাকব।