প্রযুক্তির কারণে শহর ও গ্রামের শিক্ষার ব্যবধান কমে এসেছে। ইন্টারনেট সংযোগ ও স্মার্টফোনের সহজলভ্যতার ফলে এখন গ্রামের শিক্ষার্থীরাও অনলাইনে পড়াশোনা করতে পারছে। সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে ই-লার্নিং প্ল্যাটফর্ম চালু হয়েছে গ্রামীণ এলাকায়।
akilsikder6
52 Blog indlæg