স্বাস্থ্য পর্যবেক্ষণ ডিভাইস ও মোবাইল

আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত

 

ফিটনেস ব্যান্ড, স্মার্টওয়াচ, ব্লাড প্রেশার মনিটর, গ্লুকোজ মিটার ইত্যাদি ডিভাইস এখন সাধারণ মানুষের হাতেই। এইসব ডিভাইস ব্যবহার করে একজন মানুষ নিজেই তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে পারছে প্রতিদিন।

 

অ্যাপ উদাহরণ: Samsung Health, Apple Health, MyFitnessPal ইত্যাদি অ্যাপগুলো আমাদের প্রতিদিনের হাঁটা, ঘুম, খাওয়া-দাওয়া ইত্যাদি পর্যবেক্ষণ করে।


akilsikder6

52 Blog mga post

Mga komento